কটিয়াদীতে ঈদের রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঈদের দিন রাতে ডাকাতি শেষে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ঈদের দিন রাতে শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১এপ্রিল) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন। এতে হাকিম মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। হাকিম মিয়া ওই উপজেলার বাসিন্দা। কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, স্বামী ও দুই সন্তান নিয়ে গৃহবধূর সংসার। স্বামী দিনে চায়ের দোকান ও রাতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। ঈদের দিন সন্ধ্যার পর পাহারা দিতে যথারীতি স্বামী ঘর থেকে বের হয়ে যান। রাত ১০টার পর গৃহবধূ দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে জানালা কেটে ডাকাতরা মুখোশ পরে ঘরে প্রবেশ করে। তারা ঘরের টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যাওয়ার সময় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করে। ধস্তাধস্তির সময় মুখোশ খুলে গেলে হাকিম মিয়াকে চিনতে পারেন গৃহবধূ। হাকিম ওই গৃহবধূর প্রতিবেশী।

ধর্ষিত গৃহবধূ জানান, ডাকাত দলে পাঁচ থেকে ছয় জন ছিল। তাদের মধ্যে হাকিম মিয়া তাকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে পরে এসে পরিবারের সবাইকে হত্যা করার হুমকি প্রদর্শন করে। ভোরে স্বামী বাড়িতে ফিরলে ডাকাতি ও ধর্ষণের ঘটনা জানাই। এরপর থানায় গিয়ে মামলা করেছি।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ধর্ষণকারী হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। মেডিক্যাল পরীক্ষার জন্য ধর্ষিত গৃহবধূকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *