ইসলামই একমাত্র বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল করীম আকরাম বলেন, ইসলামই একমাত্র বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারে। পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের ধারণা ইসলাম ছাড়া অন্য কেউ দিতে পারেনি। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা থাকতো, তাহলে ছোট বোন আছিয়াদের এভাবে মৃত্যুবরণ করতে হতো না।

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যুব সমাজকে বেকারত্বের অভিশাপে ধকে ধুকে মরতে হতো না। হতাশায় নিমজ্জিত হয়ে মাদক হাতে তুলে নিত না। বিগত ৫৪ বছর অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুব সমাজকে বেকার রেখে লক্ষ্যহীন, কর্মহীন একটি প্রজন্ম তৈরী করা হয়েছে। যাতে অন্যের গোলামী ছাড়া এই তরুণ প্রজন্ম কোন কিছুই না বুঝে।

ইসলামী যুব আন্দোলন আজকে এ সকল হতাশাগ্রস্থ বেকার যুব সমাজকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে
নিজের মেধা ও বুদ্ধি বিনিয়োগ করে সৃষ্টিশীল কাজের মাধ্যমে পরিবার, দেশ ও জাতির জন্য কাজ করার স্পৃহা জাগিয়ে তুলছে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করছে।

১৪ মার্চ২৫ শুক্রবার বিকাল ৩ টায় কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন খিলক্ষেত থানা শাখা কর্তৃক আয়োজিত থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা শাখার সভাপতি সাদমান সাকিবের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আব্দুল হাই মোল্লা, মুফতি কাজী তরিকুল ইসলাম, মাওলানা মোঃ জাকারিয়া প্রমুখ।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *