ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। 

রোববার ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগেই সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সীমান্তে প্রবেশের আগ মুহূর্তে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

এর মধ্যে ইসরাইলের মধ্যাঞ্চল, জেরুজালেমের পার্শ্ববর্তী কয়েকটি শহর ও পশ্চিম তীরে হামলার উচ্চ সতর্কতা জারি করে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, এসব এলাকায় দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয় আইডিএফ।

গত ১৮ মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় নতুন করে আরও প্রায় এক হাজার ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজায় ইসরাইলের সামরিক বাহিনীর নতুন অভিযানের প্রতিশোধে সেদিন ইসরাইলে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ নিয়ে গত কয়েক দিনে অষ্টম বারের মতো ইসরাইলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকে ইসরাইলি হামলার প্রতিশোধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলি ও মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা।

আলজাজিরা বলেছে, গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহরে অন্তত তিনবার হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *