আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ মার্চ) ভোররাতে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় মো. আ. ফরহান পিয়ালের গরুর খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, একই ইউনিয়নের রুদুরা গুচ্ছগ্রাম এলাকার মো. ইউনুছের ছেলে ইমরান হোসেন রাসেল (২৫), আব্দুল আলীমের ছেলে মো. আ. ফরহান পিয়াল (২৫) ও ডুমুরিয়া এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. ছোটনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, শনিবার দুপুরে আদালতের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, আনোয়ারা সেনা ক্যাম্প ট্রাস্ক ফোর্স-২-২১ এডি রেজিমেন্ট আর্টিলারির সদস্যগন অভিযান চালিয়ে একটি গরুর খামার থেকে তিনজনকে গ্রেপ্তারসহ তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা করে একটি একনলা বন্দুক। এ সময় অভিযান টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *