আনোয়ারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ শোলকাটা সংলগ্ন লাবিবা ক্লাবের পাশে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পথচারীরা লাবিবা ক্লাব সংলগ্ন স্থানে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং যদি কেউ এ ঘটনায় কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

(প্রতিবেদনটি সময়ের সঙ্গে হালনাগাদ করা হবে)

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *