অভাব আর অনিয়মে ভরপুর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার পর থেকে ই যেনো অনিয়ম আর অভাব এর পিছুই ছাড়ছে না।
সকল অভাব আর অনিয়মের অন্যতম ক্ষেত্র ববির পরিবহন পুল।

বরিশাল বিশ্ববিদ্যালয় বর্মতামে ৯৩০০+ স্টুডেন্ট রয়েছে যার বিপরীতে হল রয়েছে ৪টি এবং ৪টি হলে মোট সিট রয়েছে ২০০০ টি।যার কারনে বেশিরভাগ স্টুডেন্ট ই বাইরে বাসা নিয়ে থাকে।তাদের পরিবহন সেবার জন্য বিশ্ববিদ্যালয়ে নেই পর্যাপ্ত পরিবহন সুবিধা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে বর্তমানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট পরিবহন রয়েছে ২২ টি যা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের চাহিদার তুলনায় অনেক কম।

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী প্রকৌশলী মোঃজাহিদ হাসান সাংবাদিকদের জানান,”ইউজিসির নিয়ম অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট পরিবহন থাকার কথা ৩৫ টি,কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবহন রয়েছে ২২ টি যা বিশ্ববিদ্যালয়ে পরিবহন সেবার জন্য পর্যাপ্ত নয়।”

আবার পরিবহন পুলে যে ২২ টি পরিবহন রয়েছে তার মধ্যে ৩টি(সুগন্ধা,সন্ধ্যা, আন্ধারমানিক) বাসের ফিটনেস ঠিক নেই। জানাগেছে প্রতি বছর ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহনের অবকাঠামোগত উন্নয়ন বাবদ শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা নেওয়া হয় আবার ইউজিসি থেকেও প্রতিবছর পরিবহনের মেরামত বাবদ একটা বাজেট পায় বিশ্ববিদ্যালয় কিন্তু এই সব টাকা কোথায় যায়?
এই প্রশ্নের জবাবে পরিবহন পুলের পরিচালক আতিকুল ইসলাম ফরাজী বলেন,
“পরিবহনের অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয় সে বিষয়ে কিছু জানেন না তিনি। এই টাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যাকাউন্টে জমা হয় এবং এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোথায় কিভাবে খরচ করে সেটার বিষয় তিনি অবগত নয়।

ইউজিসি কতৃক প্রদত্ত বাজেটের প্রশ্নে তিনি বলেন,” প্রতিবছর ইউজিসি পরিবহন মেরামতের জন্য যে টাকা দেয় সেটার ভ্যাট বাদ দিয়ে যেটা থাকে সেই টাকা পরিবহনের মেরামতের জন্য যথেষ্ট না।”

উল্লেখ্য, পরিবহন পুলে পরিবহনের সংখ্যা কম থাকায় বিআরটিসির ৭ টি দোতলা বাস এবং ৩ টি সিংগেল বাস ভাড়ার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে পরিবহন সেবা দিয়ে যাচ্ছে। জানা গেছে বিআরটিসি দোতলা বাসের প্রতি ট্রিপের ভাড়া ২৭০০ টাকা এবং বিআরটিসি সিংগেল বাসের ভাড়া প্রতি ট্রিপ ১৮০০ টাকা।

প্রায়সময় ই দেখা যায় পরিবহন পুলে বিশ্ববিদ্যালয়ের বাস রাখা,সেগুলো না চলে চলছে ভাড়াকৃত বিআরটিসির বাস।এ সম্পর্কে পরিবহন পুলের পরিচালক বলেন,”ইউজিসি থেকে ফুয়েলের জন্য যে টাকা দেওয়া হয় তাতে যতটুকু সম্ভব আমরা নিজেদের বাসে সার্ভিস দেওয়ার চেষ্টা করি,ফুয়েলের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্দ না থাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে সব সময় পরিবহন দেওয়া সম্ভব নয় তাই বিআরটিসির ভাড়া বাসে পরিবহন সেবা দেওয়া হয়।কিন্তু অন্য দিকে বিআরটিসি বাসের প্রতি ট্রিপের জন্যও দোতলা বাস ২৭০০ এবং সিংগেল বাস ১৮০০ টাকা হারে ভাড়া প্রদান করতে হয় যেটা বিশ্ববিদ্যালয়ের বাসের ফুয়েলের মূল্যে চেয়ে বেশি।

মোঃআশিকুল ইসলাম
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *