চট্টগ্রাম ডিসিহিল অনুমতি মিলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের। বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভা শেষে সীমিত আকারে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।
জেলা প্রশাসক ফরিদা খান সভায় সভাপতিত্ব করেন। বেলা তিনটা দশ মিনিটে সভাটি শেষ হয়। সভায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সংগঠকরা উপস্থিত ছিলেন। সভাশেষে পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ বলেন সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
সুচরিতা দাস বলেন বর্ষবরণ অনুষ্ঠান শেষ করতে ১৫ থেকে ২০ মিনিট সময় বেশি লাগতে পারে। কারন আমাদের সংগঠন বেশি। সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সকাল সাড়ে ছয়টায় ডিসি হিলে অনুষ্ঠান শুরু হবে। ৪৮-৫০টির বেশি সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এবার বর্ষবরণে ৪৭ তম বছরে পদার্পণ করবে ডিসিহিল। আগে বর্ষবিদায় ও বর্ষবরণ দুই দিনব্যাপী হত। করোনার পর থেকে তা একদিনের আয়োজন করা হচ্ছে ।
গত ১৩ই ফেব্রুয়ারী সম্মিলিত পহেলা বৈশাখ ওদযাপন পরিষদ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানান জেলা প্রশাসক বরাবর। নানা অনিশ্চয়তার পর অনুষ্ঠানের অনুমতি মিলছে আজ। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন প্রতি বছরের মত এবারও ডিসিহিল পহেলা বৈশাখ অনুষ্ঠান হবে। ব্যাপ্তি কমিয়ে বিকেল ৪:০০ টা পর্যন্ত অনুষ্ঠানের করার অনুমতি দেওয়া হয়।
বাবলু নন্দী
নিজস্ব প্রতিবেদক